১৮ বছরের রিফাত শারুক সৃষ্টি করেছে মাত্র ৬৪ গ্রাম ওজনের এই উপগ্রহ, যার নাম দেওয়া হয়েছে কালামস্যাট

পুঁচকে উপগ্রহ বানিয়ে তাক লাগাল ভারতীয় কিশোর, মহাকাশ পাড়ি জুনেই

 ভারতীয় এই কিশোরের হাত ধরেই মহাকাশে যাবে বিশ্বের সবচেয়ে হালকা ওজনের উপগ্রহ। ১৮পুঁচকে উপগ্রহ বানিয়ে তাক লাগাল ভারতীয় কিশোর, মহাকাশ পাড়ি জুনেই


 ভারতীয় এই কিশোরের হাত ধরেই মহাকাশে যাবে বিশ্বের সবচেয়ে হালকা ওজনের উপগ্রহ। ১৮ বছরের রিফাত শারুক সৃষ্টি করেছে মাত্র ৬৪ গ্রাম ওজনের এই উপগ্রহ, যার নাম দেওয়া হয়েছে কালামস্যাট। আগামী ২১ জুন NASA এই উপগ্রহটি লঞ্চ করবে বলে জানা গিয়েছে।

SHARENASA-র আয়োজিত কিউবস ইন স্পেস এবং আই ডুডল লার্নিং-এ অংশ নিয়েছিল রিফাত। রিফাতের তৈরি উপগ্রহটি অন্তরীক্ষে থাকবে মোট ২৪০ মিনিট। প্রাক্তন রাষ্ট্রপতি ডা এ পি জে আবদুলকালামের নামেই নামকরণ করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটির।

তামিলনাড়ুর একটি ছোট্ট শহর পাল্লাপাট্টির বাসিন্দা রিফাত শারুক। এই উপগ্রহটিকে ঘিরে তার চোখে এখন হাজার স্বপ্ন।  বিভিন্ন গণ মাধ্যমে দেয়া সক্ষাতকারে  শারুক জানিয়েছে, ‘এই স্যাটেলাইটটির প্রধান কাজই হবে 3-D প্রিন্টেড কার্বোন ফাইবারের কাজের প্রমাণ দেওয়া। আমরা সারা বিশ্বের বহু কিউব স্যাটেলাইটের উপর গবেষণা করে দেখেছি এটিই সব থেকে হালকা। সাব-অর্বিটে লঞ্চ করা হবে এই উপগ্রহটি। মহাকাশের মাইক্রো গ্রাভিটি এনভায়রনমেন্টে এটি ১২ মিনিট কাজ করবে।’ উপগ্রহটি ডা এপিজে আবদুল কালামের প্রতি রিফাতের শ্রদ্ধা জানানো।

তবে এটিই প্রথম বার নয়। এর আগেও রিফাতের একটি আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছিল। ২০১৫ সালে ১২০০ গ্রাম ওজনের একটি হিলিয়াম ওয়েদার বেলুন তৈরি করেছিল সে। 

 বছরের রিফাত শারুক সৃষ্টি করেছে মাত্র ৬৪ গ্রাম ওজনের এই উপগ্রহ, যার নাম দেওয়া হয়েছে কালামস্যাট। আগামী ২১ জুন NASA এই উপগ্রহটি লঞ্চ করবে বলে জানা গিয়েছে।

SHARENASA-র আয়োজিত কিউবস ইন স্পেস এবং আই ডুডল লার্নিং-এ অংশ নিয়েছিল রিফাত। রিফাতের তৈরি উপগ্রহটি অন্তরীক্ষে থাকবে মোট ২৪০ মিনিট। প্রাক্তন রাষ্ট্রপতি ডা এ পি জে আবদুলকালামের নামেই নামকরণ করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটির।

তামিলনাড়ুর একটি ছোট্ট শহর পাল্লাপাট্টির বাসিন্দা রিফাত শারুক। এই উপগ্রহটিকে ঘিরে তার চোখে এখন হাজার স্বপ্ন।  বিভিন্ন গণ মাধ্যমে দেয়া সক্ষাতকারে  শারুক জানিয়েছে, ‘এই স্যাটেলাইটটির প্রধান কাজই হবে 3-D প্রিন্টেড কার্বোন ফাইবারের কাজের প্রমাণ দেওয়া। আমরা সারা বিশ্বের বহু কিউব স্যাটেলাইটের উপর গবেষণা করে দেখেছি এটিই সব থেকে হালকা। সাব-অর্বিটে লঞ্চ করা হবে এই উপগ্রহটি। মহাকাশের মাইক্রো গ্রাভিটি এনভায়রনমেন্টে এটি ১২ মিনিট কাজ করবে।’ উপগ্রহটি ডা এপিজে আবদুল কালামের প্রতি রিফাতের শ্রদ্ধা জানানো।

তবে এটিই প্রথম বার নয়। এর আগেও রিফাতের একটি আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছিল। ২০১৫ সালে ১২০০ গ্রাম ওজনের একটি হিলিয়াম ওয়েদার বেলুন তৈরি করেছিল সে। 

Post a Comment

0 Comments