গোপালগঞ্জ কাশিয়ানীতে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা


গোপালগঞ্জ কাশিয়ানীতে  প্রেমিক প্রেমিকার এক সাথে আত্মহত্যা।
১৩ই মে শনিবার ২০১৭

মোঃ অহিদুজ্জামন( নাঈম).....

গোপালগঞ্জ কাশিয়ানীতে  প্রেমিক প্রেমিকার এক সাথে আত্মহত্যা।
কাশিয়ানী বরাশুর গ্রামের মোঃ মানিক শেখের ছেলে মোঃ নুরি শেখ( ২২)এবং কাশিয়ানী বড়াইপাড়া গ্রামের মোঃ রাশেদ শেখের মেয়ে মোসাঃ খুখি খানম( ২০) দিবাগত রাতে কাশিয়ানী থানার সামনে বারাশিয়া নদীর তীরে রেন্টিগাছের ডালে  গলাই উন্না পেচিয়ে এক সাথে আত্মহত্যা করে।
আজ সকাল ৭ টার দিকে ঘটনাটি জনসম্মুখে পরে এবং ঘটনাটি মূহত্বের মধ্য ছরিয়ে পরে।   আবশেষে কাশিয়ানী থানা পুলিশ এসে লাশ দুটি থানায় নিয়ে যায়। 

No copy my news.
naim.737195@gmail.com

Post a Comment

0 Comments